২৭ ডিসেম্বর, ২০২২ ১৪:৪৪

২০২২ সালে যে বিখ্যাতদের মহাপ্রস্থান

অনলাইন ডেস্ক

২০২২ সালে যে বিখ্যাতদের মহাপ্রস্থান

২০২২ সালে সম্ভবত সবচেয়ে বড় মৃত্যুর ঘটনাটির সাক্ষী হয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন চলতি বছরের সেপ্টেম্বর মাসে। ৭০ বছর মসনদে থাকার পর ৮ সেপ্টেম্বর পরপারে পাড়ি জমান তিনি।

রানীর দ্বিতীয় এলিজাবেথের আগের মাসেই মারা যান ইতিহাসের আরেক ‘নায়ক কিংবা খলনায়ক’ মিখাইল গর্ভাচেভ। ৯১ বছর বয়সে আগস্ট মাসের ৩০ তারিখ পরপারে পাড়ি জমান সবশেষ এই সোভিয়েত নেতা। তার হাতেই পতন হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের।

এ বছরের জুন মাসেই বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। ৮ জুলাই নির্বাচনী প্রচারের সময় অ্যাবেকে গুলি করে হত্যা করা হয়।

২০২২ সালের মার্চ মাসেই থাইল্যান্ডে অবকাশ যাপনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।

ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকারের মহাপ্রস্থান এই বছরের ফেব্রুয়ারিতেই।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর