শিরোনাম
৩ জানুয়ারি, ২০২৩ ১৪:০৬

২০২২ সালে ১৩ লাখ গাড়ি সরবরাহের দাবি টেসলার

অনলাইন ডেস্ক

২০২২ সালে ১৩ লাখ গাড়ি সরবরাহের দাবি টেসলার

ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা জানিয়েছে, ২০২২ সালে তারা ১৩ লাখ গাড়ি ডেলিভারি দিয়েছে। ২০২১ সালের তুলনায় যা ৪০ শতাংশ বেশি।

২০২২ সালের শেষ তিন মাসে চার লাখ ৫ হাজার গাড়ি ডেলিভারি দেওয়ার কথা জানিয়েছে কোম্পানিটি।

টেসলা বিনিয়োগকারীদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে বলেছে, করোনা ও সরবরাহ চেইনের নানা জটিলতায় বছর জুড়েই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ টেসলাকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা দিতে না পারার দায়ে ২২ লাখ ডলার জরিমানা করেছে। 

তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি টেসলা।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর