৯ জানুয়ারি, ২০২৩ ১৯:০৯

কংগ্রেসে হামলা, নিন্দা জানিয়ে লুলার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

অনলাইন ডেস্ক

কংগ্রেসে হামলা, নিন্দা জানিয়ে লুলার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে লুইস ইনাসিও লুলা ডি সিলভার শপথ গ্রহণের একমাসের মাথাতেই রণক্ষেত্র ব্রাজিল। সাবেক প্রেসিডেন্ট ও ডানপন্থী নেতা জেইর বলসোনারোর সমর্থকরা ব্রাজিলের কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্টের বাসভবনেও হামলা চালিয়েছে।

এই ঘটনায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ নিন্দা জানিয়েছে।

এবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত বামপন্থী নেতা লুলার পাশে আছেন। তারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার নিন্দাও জানিয়েছে। 

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।’


সূত্র: এএফপি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর