১০ জানুয়ারি, ২০২৩ ১২:২৪

ব্রাজিলে তাণ্ডব: ফ্লোরিডার হাসপাতালে ভর্তি কেন বলসোনারো?

অনলাইন ডেস্ক

ব্রাজিলে তাণ্ডব: ফ্লোরিডার হাসপাতালে ভর্তি কেন  বলসোনারো?

পেটে ব্যথা নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলসোনারো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকরা দেশটির প্রেসিডেন্ট ভবন, সুপ্রিম কোর্টসহ কয়েকটি গুরুত্বপূর্ণণ সরকারি ভবনে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে।  এ ঘটনায় দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্টের স্ত্রী মিশেল বলসোনারো জানিয়েছেন,  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলসোনারো। ২০১৮ সালে ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্টকে ছুরিকাঘাত করা হয়েছিল। এর পর থেকে তিনি মাঝেমধ্যেই পেটের ব্যথায় ভোগেন। এবারও তিনি পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

ইনস্টাগ্রামে স্ত্রী মিশেল বলসোনারো জানান, পেটে অস্বস্তির কারণে তার স্বামী চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

গত অক্টোবরের নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। তবে তার উগ্র ডানপন্থী সমর্থকেরা এই পরাজয় মেনে নিতে পারেননি। এরই ধারাবাহিকতায় তার সমর্থকেরা রবিবার ব্রাজিলের পার্লামেন্ট ভবন কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে তাণ্ডব চালান। এ ঘটনায় প্রায় দেড় হাজার দাঙ্গাবাজকে গ্রেফতার করা হয়েছে।

প্রেসিডেন্ট লুলার অভিযোগ, দাঙ্গার ঘটনায় বলসোনারোর ইন্ধন ছিল। তবে অভিযোগ অস্বীকার করে বলসোনারো এক টুইটবার্তায় সহিংস এই বিক্ষোভের নিন্দা জানিয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এ দাঙ্গার ঘটনায় বলসোনারোর ইন্ধন ছিল বলে অভিযোগ করেছেন

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর