১৫ জানুয়ারি, ২০২৩ ১২:৪৪

ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইটটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল

অনলাইন ডেস্ক

ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইটটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল

ফাইল ছবি

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। রবিবার সকালে উড়োজাহাজটি কাসকি জেলায় বিধ্বস্ত হয়। 

বিবিসির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন।

আজ রবিবার কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে বলা হয়েছে, এটিআর ৭২ উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল। এই উড়োজাহাজে মোট ৬৮ যাত্রী ও ৪ ক্রু সদস্য ছিলেন। 

 পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাউলা।

হেলিকপ্টারে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে।

এসব ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সে জায়গা অনেক আগুন ও ধোঁয়ায় পূর্ণ হয়ে গেছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর