১৬ জানুয়ারি, ২০২৩ ১০:০৭

বেতন বৃদ্ধির দাবিতে লিসবনের রাস্তায় শিক্ষকদের ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক

বেতন বৃদ্ধির দাবিতে লিসবনের রাস্তায়  শিক্ষকদের ব্যাপক বিক্ষোভ

বিগত কয়েক বছরের মধ্যে এটাই পর্তুগালে সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা

বেতন বৃদ্ধি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে পর্তুগালে গত শনিবার হাজার হাজার শিক্ষক এবং স্কুলের কর্মকর্তা–কর্মচারী দেশটির রাজধানী লিসবনের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করেছেন।

গত ডিসেম্বর মাস থেকে শিক্ষকেরা ধারাবাহিকভাবে এ বিক্ষোভ চালিয়ে আসছেন।

বিক্ষোভে পর্তুগালের শিক্ষামন্ত্রী জোয়াও কস্তার পদত্যাগের ডাক দেওয়া হয়।

বিক্ষোভের আয়োজক পর্তুগালের শিক্ষাসংশ্লিষ্ট পেশাজীবীদের সংগঠন ইউনিয়ন অব অল এডুকেশন প্রফেশনালস (এসটিওপি)। পুলিশ জানায়, প্রায় ২০ হাজার শিক্ষক ও স্কুলের কর্মকর্তা-কর্মচারী শনিবারের বিক্ষোভে অংশ নেন। বিগত কয়েক বছরের মধ্যে এটাই পর্তুগালে সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা।

পর্তুগালে শিক্ষকরা সর্বনিম্ন প্রায় ১ হাজার ১০০ ইউরো বেতন পেয়ে থাকেন। এমনকি সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষকদের বেতনও প্রতি মাসে দুই হাজার ইউরোর কম। সূত্র: ভয়েস অব আমেরিকা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর