২৩ জানুয়ারি, ২০২৩ ১০:৪৫

নেতানিয়াহু আদালতের নির্দেশে বরখাস্ত করলেন এক মন্ত্রীকে

অনলাইন ডেস্ক

নেতানিয়াহু আদালতের নির্দেশে বরখাস্ত করলেন এক মন্ত্রীকে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সর্বোচ্চ আদালতের আদেশে মন্ত্রিসভার এক জ্যেষ্ঠ সদস্যকে বরখাস্ত করেছেন। দেশটির স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওই মন্ত্রী। তার নাম আরিয়েহ দেরি। সরকারের সঙ্গে বিচার বিভাগের চলমান টানাপোড়েনের মধ্যে দেশটির সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয়েছে। 

রবিবার মন্ত্রিসভার বৈঠক শেষে বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি ইসরাইলের স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিয়েহ দেরিকে বরখাস্ত করেছেন। গত বছর কর ফাঁকির অভিযোগে দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্ট দেরিকে দায়িত্ব পালনের ক্ষেত্রে অযোগ্য বলে ঘোষণা করেন। 

গত বুধবার (১৮ জানুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট ইসরাইলের প্রধানমন্ত্রীকে দেওয়া এক আদেশে বলেছে, মন্ত্রিসভা থেকে দেরিকে অবশ্যই অপসারণ করতে হবে। এ সময় কর ফাঁকির মামলায় ২০২২ সালে দেরি কর্তৃক কম শাস্তির আবেদনের বিষয়টি উল্লেখ করেন আদালত। সূত্র: রয়টার্স, আল জাজিরা

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর