১০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:১৩

প্রত্যাশা অনুযায়ী উদ্ধার তৎপরতা চালানো যায়নি, স্বীকার করলেন এরদোয়ান

অনলাইন ডেস্ক

প্রত্যাশা অনুযায়ী উদ্ধার তৎপরতা চালানো যায়নি, স্বীকার করলেন এরদোয়ান

ভূমিকম্প আঘাত হানা এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তার সরকার যত দ্রুত ভূমিকম্পের উদ্ধার তৎপরতা চালাতে চেয়েছিল তত দ্রুত হয়নি। 

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এত বেশি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে যে,  যত তাড়াতাড়ি চেয়েছিলাম দুর্ভাগ্যবশত তত দ্রুত আমরা হস্তক্ষেপ করতে পারিনি।’ ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় শহর আদিয়ামান পরিদর্শনকালে এরদোয়ান এসব কথা বলেন।

এর আগে গতকাল আরেকটি ভূকম্পন ক্ষতিগ্রস্তএলাকা পরিদর্শনে গিয়ে এরদোয়ান উদ্ধার অভিযানে ঘাটতির বিষয় স্বীকার করেন। তিনি বলেন, ‘অবশ্যই, ঘাটতি রয়েছে।’ প্রেসিডেন্ট এরদোয়ান অঙ্গীকার করেন, এক বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণ করা হবে।

এরদোয়ান বলেন, ভূমিকম্পের পর কিছু লোক বাজার ডাকাতি করছে এবং ব্যবসা লক্ষ্যবস্তু করছে। তিনি বলেন  ক্ষতিগ্রস্থ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হলে সরকার দায়ীদের দ্রুত শাস্তি দিতে পারবে। 

উল্লেখ্য, পার্লামেন্টে ভোটের পর দক্ষিণ তুরস্কের ১০টি ভূমিকম্প-বিধ্বস্ত প্রদেশে গতকাল বুধবার থেকে তিন মাসের জরুরি অবস্থা কার্যকর হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর