১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৫৮

৩৬০০ কর্মী ছাটাই করবে ফোর্ড

অনলাইন ডেস্ক

৩৬০০ কর্মী ছাটাই করবে ফোর্ড

যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড ৩৬০০ কর্মী ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, জার্মানি ও যুক্তরাজ্যে কাজ করা এই কর্মীদের ছাটাই করা হবে। এছাড়া ইউরোপের অন্যান্য দেশ থেকে ছাটাই করা হবে ২০০ কর্মীকে।

ফোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জার্মানিতে প্রোডাক্ট ডেভলপমেন্ট ও প্রশাসনিক বিভাগের ২৩০০ কর্মী ছাটাই করবে। আর যুক্তরাজ্যে ছাটাইয়ের শিকার হতে যাচ্ছে ১৩০০ জন। 

আগামী তিন বছরে ধাপে ধাপে এই কর্মীদের ছাটাই করা হবে।

ফোর্ডের ইউরোপীয় সাধারণ ব্যবস্থাপক মার্টিন স্যান্ডার বলেছেন, ‘এটা কঠিন সিদ্ধান্ত, এটাকে আমরা হালকাভাবে নিচ্ছি না।’ ছাটাই হওয়া কর্মীদের সব ধরনের সহায়তা করার ঘোষণাও দেওয়া হয়েছে।

ব্যয় কমিয়ে কোম্পানির মুনাফা ধরে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ফোর্ড।


সূত্র: এএফপি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর