১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৩৭

মারিউপোলের থিয়েটারে বোমা হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ, রুশ সাংবাদিকের ৬ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

মারিউপোলের থিয়েটারে বোমা হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ, রুশ সাংবাদিকের ৬ বছরের কারাদণ্ড

মারিয়া পনোমারেনক

রাশিয়ার সাংবাদিক মারিয়া পনোমারেনককে ৬ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই রুশ সাংবাদিক ইউক্রেনের মারিউপোলের থিয়েটারে বোমা হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলেন। গত বছরের মার্চে থিয়েটারে ইউক্রেনীয় নারী ও শিশুরা আশ্রয় নেয়। ওই থিয়েটারে রুশ বোমা হামলায় অনেক নারী ও শিশু নিহত হন।

খবর অনুসারে, সাইবেরিয়ার জেলা আদালত বুধবার এই রায় দিয়েছেন। আদালত মারিয়া পনোমারেনককে ‘ভুয়া সংবাদ’ ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত করেছেন। ছয় বছর কারাদণ্ডের পাশাপাশি পাঁচ বছরের জন্য তার রিপোর্টিংও নিষিদ্ধ করা হয়েছে।

আদালতের রায়ের আগে সাংবাদিক মারিয়া পনোমারেনক বলেন, ‘দেশপ্রেম হলো মাতৃভূমির প্রতি ভালোবাসা। আর সেই মাতৃভূমির প্রতি ভালোবাসা অপরাধ কর্মকাণ্ডে উৎসাহ প্রদান করে প্রকাশ করা উচিত নয়।’

রুশ এই সাংবাদিক রাসনিউজে কাজ করতেন। গণমাধ্যমটির খবর অনুসারে, মারিয়া পনোমারেনক রায়ের আগে বলেন, ‘প্রতিবেশীকে আক্রমণ করা অপরাধ।’

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর