১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৫৯
কর কর্মকর্তাদের অভিযান

কার্যালয়েই ২ রাত কাটল ভারতের বিবিসি কর্মীদের

অনলাইন ডেস্ক

কার্যালয়েই ২ রাত কাটল ভারতের বিবিসি কর্মীদের

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি’র দিল্লির ১০ জ্যেষ্ঠ কর্মী গেল দুই রাত কেটেছে কার্যালয়ে। বৃহস্পতিবার দেশটির কর ও শুল্ক কর্মকর্তাদের চালানো এই অভিযান তিন দিনে প্রবেশ করেছে।

ভারতের শুল্ক কর্মকর্তারা বিবিসি কর্মীদের কাছ থেকে আর্থিক তথ্য ও নথিপত্র সংগ্রহ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি করা ডকুমেন্টারি সম্প্রচারের দুই সপ্তাহেরর মাথাতেই বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে হানা দেয় শুল্ক কর্মকর্তারা।

তবে বিবিসির সম্প্রচার কার্যক্রম যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছে দিল্লি কার্যালয়। অনেক কর্মী বাসা থেকে কাজ করছেন।

মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় বিবিসির মুম্বাই ও দিল্লি কার্যালয়ে অভিযান শুরু হয়। সেই হিসেবে ৪৫ ঘণ্টা ধরে চলছে শুল্ক কর্মকর্তাদের এই অভিযান। যদিও তারা এটাকে রেড বা অভিযান বলছে না। তাদের দাবি এটা একটা সার্ভে (জরিপ)।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছে, আরো কিছু সময় ধরে এই কার্যক্রম চলতে পারে। বিবিসির বিরুদ্ধে, আন্তর্জাতিক কর ফাঁকি তহবিল স্থানান্তর বিষয়ক অনিয়মের অভিযোগই ইঙ্গিতে তোলা হয়েছে।

 

সূত্র: এনডিটিভি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর