২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩১

‘আপনি জয়ী হতে চলেছেন’, জেলেনস্কিকে বাইডেন

অনলাইন ডেস্ক

‘আপনি জয়ী হতে চলেছেন’, জেলেনস্কিকে বাইডেন

সংগৃহীত ছবি

কিয়েভে অঘোষিত সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যতদিন সময় লাগবে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি আরও বলেন, ‘আপনি জয়ী হতে চলেছেন বলে আমাদের আস্থা আছে। ’

রাশিয়ার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ভুল’ ভেবেছিলেন যে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের রাশিয়া ছাড়িয়ে যেতে পারে।

বাইডেনের ইউক্রেন সফরের বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, কিয়েভে বাইডেনের উপস্থিতির উদ্দেশ্য ছিল ‘ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি মার্কিন অটুট প্রতিশ্রুতি’ পুনর্নিশ্চিত করা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের বিষয়টি পুরো বিশ্বের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হলেও, বাইডেন কিয়েভে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই রাশিয়াকে এ বিষয়ে অবহিত করা হয়।

সূত্র: বিবিসি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর