২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৯

এবার তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

এবার তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রতীকী ছবি

পশ্চিম এশিয়ার দেশ তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার শক্তিশালী ভূম্পিকম্প আঘাত হেনেছে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে।

বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলের মুরগব এলাকায় শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা এ তথ্য জানিয়েছে।

এটি চীনের জিনজিয়াং প্রদেশের সীমান্তবর্তী মুরগব হচ্ছে কম জনবহুল এলাকা, যা পামির পর্বতমালা ও সারেজ হ্রদবেষ্টিত। সারেজ হ্রদটি তাজিকিস্তানের বড় হ্রদগুলোর মধ্যে একটি। ১৯১১ সালে ভূমিকম্পে এই হ্রদের উৎপত্তি।

তাজিকিস্তানের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ২০.৫ কিলোমিটার।

মূল ভূমিকম্পের ২০ মিনিট পর ৫.০ মাত্রার ও ৪.৬ মাত্রার দুটি আফটারশক (পরাঘাত) আঘাত হানে।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কারণে জনগোষ্ঠীর একটা অংশ ভূমিধসের কবলে পড়তে পারে।

জানা গেছে, আফগানিস্তান ও চীন সীমান্তের পূর্বাঞ্চলে আধা স্বায়ত্তশাসিত গোর্নো-বাদাখসান ভূমিকম্পের উৎপত্তিস্থল হতে পারে। ছোট পাহাড়ি শহর মারঘোব থেকে গোর্নো-বাদাখসানের দূরত্ব ৬৭ কিলোমিটার।

তবে চীনা আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)। 

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের আঘাতে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ারি সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহতের সংখ্যা ৪৭ হাজার যায়। সূত্র: ইউএস নিউজ, ওয়াশিংটন পোস্ট

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর