২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:২৯

অবসরের আভাস দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

অনলাইন ডেস্ক

অবসরের আভাস দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

ভারতীয় কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা ও দলটির সাবেক সভাপতি সোনিয়া গান্ধী রাজনীতি থেকে অবসরে যাওয়ার আভাস দিলেন।

দলটির ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনে শনিবার দেওয়া ভাষণে সোনিয়া বলেছেন, ‘ভারত জোড়ো যাত্রা দিয়েই আমার ইনিংস শেষ হতে পারে।’

এসময় সম্প্রতি রাহুল গান্ধীর করা ‘ভারত জোড়ো পদযাত্রাকে’ কংগ্রেসের জন্য একটি টার্নিং পয়েন্ট বলেও আখ্যা দেন সোনিয়া।

এই ভাষণে সোনিয়া বলেছেন, ‘২০০৪ ও ২০০৯ সালে মনমোহন সিংয়ের নেতৃত্বে আমাদের জয়, আমাকে সন্তুষ্ট করেছিল। তবে ভারত জোড়ো যাত্রা দিয়েই আমার অধ্যায় শেষ হতে পারে। এটা কংগ্রেসের জন্য একটা টার্নিং পয়েন্ট।’

ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের সম্মেলনে সারা দেশ থেকে আসা ১৫ হাজার প্রতিনিধির সামনে দেওয়া এই ভাষণে সোনিয়া আরও দাবি করেছেন, রাহুলের এই পদযাত্রা প্রমাণ করেছে যে দেশটির মানুষ সম্প্রীতি, সহিষ্ণুতা ও সমতা চায়।

 

সূত্র: এনডিটিভি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর