২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৪৯

শীর্ষ ধনীর তালিকা থেকে থামছে না ‘আদানির পতন’

অনলাইন ডেস্ক

শীর্ষ ধনীর তালিকা থেকে থামছে না ‘আদানির পতন’

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের প্রতিবেদনের পর থেকেই ভারতীয় ধনকুবের গৌতম আদানির সাম্রাজ্যে ধস অব্যাহত রয়েছে। শীর্ষ ধনীর তালিকাতেও আদানির অবনমন ঘটছে সমানতালে।

হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজারসহ নানা খাতে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। যদিও সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছিল ভারতের প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠানটি।

চলতি বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশের পর থেকেই সম্পদ হারাতে থাকে আদানি গ্রুপ। ফলে গৌতম আদানির ব্যক্তিগত সম্পদও কমতে থাকে সমানতালে।

এক মাসের মধ্যেই আদানি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীর থেকে নেমে গেছেন ৩৮তম অবস্থানে। এখনও তার সেই পতন অব্যাহত রয়েছে।

বিশ্বের ধনকুবেরদের হালনাগাদ তথ্য রাখা মার্কিন সংবাদমাধ্যম ফোর্বসের ‘বিলিওনিয়ার রিয়েল টাইম ট্রেকারের’ তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারিতে গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪০০ কোটি ডলার (৩৩.৪ বিলিয়ন ডলার)।

হিন্ডেনবার্গের রিপোর্টের প্রকাশের আগে তার সম্পদের পরিমাণ ছিল ১ লাখ ১৯ হাজার কোটি ডলার (১১৯ বিলিয়ন ডলার)। সেই হিসেবে ৩৪ দিনে ৮৮ হাজার কোটি ডলার হারিয়েছেন আদানি।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর