১ মার্চ, ২০২৩ ১৬:২৪

করোনা নিয়ে এফবিআইয়ের তত্ত্বের পর যা বলছে ‘ক্রুদ্ধ’ চীন

অনলাইন ডেস্ক

করোনা নিয়ে এফবিআইয়ের তত্ত্বের পর যা বলছে ‘ক্রুদ্ধ’ চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং

করোনাভাইরাস মহামারির উদ্ভব নিয়ে প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থার প্রধান প্রধান ক্রিস্টোফার রে বলেছেন, ‘এফবিআই বেশ কিছুদিন ধরে তদন্ত করেছে এবং তাদের মনে হয়েছে ‘কোনো একটি গবেষণাগার থেকেই কোভিড মহামারির উৎপত্তি।’

চীন এই ঘটনায় ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বেইজিং বলছে, চীনের ল্যাব থেকে করোনা ছড়াতে পারে এমন দাবি করে যুক্তরাষ্ট্র নিজেদের গ্রহণযোগ্যতায় নিজেরা আঘাত করছে।

এএফপির খবরে বলা হয়েছে, চীনের কর্মকর্তারা ক্রুদ্ধভাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের দাবি অস্বীকার করেছেন। এটাকে বেইজিংয়ের বিরুদ্ধে ‘কালিমা লেপনের ক্যাম্পেইন’ বলে অভিহিত করেছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার তার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘আবেগতাড়িত হয়ে যুক্তরাষ্ট্র আবারও গবেষণাগার ফাঁস (ল্যাবরেটরি লিক) তত্ত্ব নিয়ে হাজির হয়েছে। এতে চীনের সম্মানহানি হবে না, বরং যুক্তরাষ্ট্র্রের নিজের গ্রহণযোগ্যতা কমবে। সূত্র: আল আরাবিয়া

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর