৯ মার্চ, ২০২৩ ১৯:৩১

রাশিয়ার ৮১টি ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১১

অনলাইন ডেস্ক

রাশিয়ার ৮১টি ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১১

বৃহস্পতিবার ইউক্রেনে ব্যাপক হামলা চালায় রাশিয়া

ইউক্রেনে বৃহস্পতিবার বিভিন্ন ধরনের ৮১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলাকে নতুন করে ‘মারাত্মক আক্রমণ’ বলে অভিহিত করা হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ছোড়া রাশিয়ার ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৮টি ক্রুজ মিসাইল, ২০টি ক্যালিবার ক্রুজ মিসাইল, ৬টি আকাশ থেকে ছোড়া মিসাইল, ৬টি কিনজাল মিসাইল, ৮টি যুদ্ধবিমান থেকে ছোড়া মিসাইল এবং ১৩টি অ্যান্টি এয়ারক্র্যাফট গাইডেড মিসাইল ছিল। এছাড়া মস্কো আটটি ইরানের সাহেদ ১৩৬-১৩১ ড্রোন হামলাও চালিয়েছে। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, তারা অন্তত ৩৪টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এক ফেসবুক বার্তায় বলেন, ‘রাশিয়ার বাহিনী ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের জন্য নিঃসন্দেহে এটি কঠিন দিন।’ সূত্র: সিএনএন 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর