শিরোনাম
১০ মার্চ, ২০২৩ ০৮:১৬

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি; ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

অনলাইন ডেস্ক

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি; ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ফাইল ছবি

ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। তিউনিশিয়া উপকূলের কাছে ডুবে যাওয়া ওই নৌকা থেকে অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার তিউনিশিয়ার উপকূলরক্ষী বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রাতে উপকূলরক্ষী বাহিনীর একটি দল ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকার ৫৪ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত ও ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে। নৌকার যাত্রীরা আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক।

উল্লেখ্য, সম্প্রতি তিউনিশিয়া এবং লিবিয়া হয়ে ইতালিগামী অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পৌঁছানোর চেষ্টায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হন।

সূত্র: আলজাজিরা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর