৭ এপ্রিল, ২০২৩ ১৬:০৪

যেকারণে তুরস্ক সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

যেকারণে তুরস্ক সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

আবারও তুরস্ক সফরে গিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউক্রেন ইস্যুতে আলোচনা করবেন তিনি। বিশেষ করে ইউক্রেনের সাথে করা শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বৃদ্ধি বাড়ানো এই সফরের উদ্দেশ্য।

আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলুর সাথে নৈশভোজে অংশ নেবেন ল্যাভরভ।

এই সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথেও দেখা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। 

ল্যাভরভ জানিয়েছেন, এই সফরে শস্য রপ্তানি চুক্তি নিয়েই আলোচনা হবে। যেখানে বলা হয়েছিল ইউক্রেন ভালো আচরণ করলে এই চুক্তির মেয়াদ আরো দুই মাস বাড়ানো হবে।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা এই চুক্তির মেয়াদ আরও তিন মাস বাড়ানোর চেষ্টা করছে রিসেপ তাইয়্যেপ এরদোগানের দেশ।

 

সূত্র: আল জাজিরা


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর