৮ এপ্রিল, ২০২৩ ০৯:২০

নাইজেরিয়ায় বন্দুক হামলা; নিহত ৪৬

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ায় বন্দুক হামলা; নিহত ৪৬

উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ৪৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার বেনু রাজ্যের উমোগিদি সম্প্রদায়ে এই হামলার ঘটনা ঘটেছে। গ্রামটিতে যাযাবর পশুপালক এবং বসতি স্থাপনকারী কৃষকদের মধ্যে জমি ও সম্পদ নিয়ে প্রায়ই বিবাদের ঘটনা ঘটে।

শুক্রবার বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বলেছেন, ‘৪৬ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং উদ্ধার করা হয়েছে। অনেক লোক এখনও নিখোঁজ রয়েছে, তাই নিহতদের সংখ্যা আরও বেশি হতে পারে।’

এ ঘটনার জন্য পল হেম্বা পশুপালকদের দোষারোপ করেছেন। পশুপালকরা গত এক মাস ধরে স্থানীয় সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে বলে জানান তিনি। 

তবে এই হামলার কারণ এখনও স্পষ্ট হয়নি। ওই এলাকায় সেনা সদস্য পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর