৮ এপ্রিল, ২০২৩ ১৩:১৩

মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বাইরাইন ভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম ফ্লিটকে সহায়তা করতে এটা পাঠানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘দ্য ইউএসএস ফ্লোরিডা’ নামক সাবমেরিনটি মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার প্রবেশ করে। এরপর এটা সুয়েজ খাল অতিক্রম করে। 

মার্কিন নৌবাহিনীর কমান্ডার টিমোথি হকিনস স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, ‘এই সাবমেরিন ১৫৪ টমাহক ভূমিতে আক্রমণ সক্ষম উপযোগী ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। মধ্যপ্রাচ্য অঞ্চলের আঞ্চলিক সামুদ্রিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিতে এটা পাঠানো হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর