১৫ এপ্রিল, ২০২৩ ১২:২৫

কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর চার ছেলেকেই চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর চার ছেলেকেই চায় যুক্তরাষ্ট্র

পুলিশের হাতে গ্রেফতার এল চ্যাপোর ছোট ছেলে ওভিদিও গুজমান লোপেজ।

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর চার ছেলেকেই নিশানায় রেখেছে যুক্তরাষ্ট্র। 

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড মাদক উৎপাদনকারী মেক্সিকান ‘সিনালোয়া কার্টেল’কে সবচেয়ে বড় ও সর্বোচ্চ সহিংস এবং অন্যতম মাদক উৎপাদন ফেন্টানিল চোরচালানকারী হিসেবে আখ্যা দিয়েছেন। 

সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো জানিয়েছেন, তারা সিনালোয়া কার্টেল পাচার চক্রের সবাইকে টার্গেটে রেখেছেন। ফেন্টানিল পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে তারা এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সিনালোয়া কার্টেলের সাম্প্রতিক নেতৃত্ব দিচ্ছেন ইভান গুজমান সালাজার (৪০), আলফ্রেডো গুজমান সালাজার (৩৭), হোয়াকিন গুজমান লোপেজ (৩৬) এবং ওভিদিও গুজমান লোপেজ (৩৩)। এরা সবাই কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন গুজমান লোয়েরার (এল চ্যাপো) সন্তান। তিনি বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

বর্তমানে ইভান, আলফ্রেডো ও হোয়াকিন স্বাধীনভাবেই মেক্সিকোতে অবস্থান করছেন। অন্যদিকে ওভিদিওতে গ্রেফতার করেছে মেক্সিকো পুলিশ। তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়ে কথাবর্তা চলছে।

 

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর