১৮ এপ্রিল, ২০২৩ ১১:১২

নিউইয়র্কে চীনের অঘোষিত পুলিশ স্টেশন, দুই এজেন্ট গ্রেফতার

অনলাইন ডেস্ক

নিউইয়র্কে চীনের অঘোষিত পুলিশ স্টেশন, দুই এজেন্ট গ্রেফতার

মার্কিন শীর্ষ গোয়েন্দা সংস্থা এফবিআই অভিযুক্ত চীনা দুই এজেন্টকে গ্রেফতার করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর এক ডজনের বেশি ব্যক্তির বিরুদ্ধে ‘মুখ বন্ধ  রাখা’ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা ‘ভিন্ন মতাবলম্বীদের হয়রানি’ করার অভিযোগ এনেছে। 

সিএনএনের খবর অনুসারে, চীনের নিয়োগ করা এজেন্টরা নিউইয়র্ক শহরে ‘অঘোষিত পুলিশ স্টেশন’ পরিচালনা করতো।

গ্রেফতারকৃত দুই এজেন্ট হলেন লু জিয়ানওয়াং এবং চেন জিনপিং। নিউইয়র্ক শহরের চায়না টাউনে তারা পুলিশ স্টেশনের কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ।

গ্রেফতারকৃত দুইজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের বিরুদ্ধে  চীনা সরকারের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। 

মার্কিন অ্যাটর্নি জেনারেলের একজন মুখপাত্র জানিয়েছেন, গত বছরের সেপ্টেম্বরে এক তল্লাশি অভিযানের পর অভিযুক্ত ওই চীনা পুলিশ স্টেশন বন্ধ করে দেওয়া হয়। 

গ্রেফতারকৃত দুইজনকে ২ লাখ ৫০ হাজার এবং ৪ লাখ ডলারের বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করা হয়েছে। তবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা কনস্যুলেট এবং চীনা দূতাবাসের   আধা মাইলের মধ্যে ভ্রমণ করতে পারবেন না এবং সহযোগী ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবেন না।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর