৩ মে, ২০২৩ ১৭:৫৬

আর্মেনিয়ার ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করল তুরস্ক

অনলাইন ডেস্ক

আর্মেনিয়ার ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করল তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু

আর্মেনিয়ার বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু এই তথ্য জানিয়েছেন। 

খবরে বলা হয়েছে,  গত সপ্তাহে আর্মেনিয়া তাদের রাজধানী শহর ইয়েরেভানে একটি বিতর্কিত স্মৃতিস্তম্ভ (মনুমেন্ট) উন্মোচন করে। এর প্রতিবাদে আর্মেনিয়ার ফ্লাইটগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, অটোমান সম্রাজ্যের সময় যারা তুর্কি কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন তাদেরকে স্মরণ করে আর্মেনিয়া একটি স্মৃতিস্তম্ভ করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্ক আর্মেনিয়ার বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল বলেও ইয়েরেভানের অভিযোগ। তবে আঙ্কারা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। 

গণমাধ্যম এনটিভির সঙ্গে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেন, ওই স্মৃতিস্তম্ভ না সরালে তুরস্ক পরবর্তী পদক্ষেপ নেবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর