২৫ মে, ২০২৩ ১৪:০৪

বাখমুতে কতো হাজার ওয়াগনার সেনার প্রাণ গেছে?

অনলাইন ডেস্ক

বাখমুতে কতো হাজার ওয়াগনার সেনার প্রাণ গেছে?

বাখমুতে দীর্ঘ লড়াইয়ের পর শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছিল রুশ সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ওয়াগনার। সম্প্রতি তারা ইউক্রেনের শহরটিকে রাশিয়ার কাছে হস্তান্তর করার ঘোষণা দিয়েছে। সাথে জানিয়েছে বাখমুত থেকে তারা পহেলা জুলাইর মধ্যে সেনা প্রত্যাহার করে নেবে।

ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছে, বাখমুত নিয়ন্ত্রণের লড়াইয়ে তার বাহিনীর ২০ হাজার সেনা নিহত হয়েছে।  

ওয়াগনার প্রধান বলেছেন, তার বাহিনীতে ৫০ হাজার কারাবন্দিকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের ২০ শতাংশই মারা পড়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে বাখমুত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় ওয়াগনার। বাখমুতে জয়লাভ করায় ওয়াগনার বাহিনীকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিনন্দন জানিয়েছে। তবে ইউক্রেন জানিয়েছে তাদের সেনারা বাখমুতে লড়াই অব্যাহত রেখেছে।

গত বছর প্রিগোজিন রাশিয়ার কারাবন্দিদের ওয়াগনার বাহিনীর সাথে যুদ্ধ করতে প্রলুব্ধ করে। আর শর্ত দেয় যদি তারা বেঁচে ফেরে তবে শাস্তি থেকে মুক্তি পাবে।

 

সূত্র: আল জাজিরা

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর