১১ জুন, ২০২৩ ০৩:২৫

অবশেষে চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

অবশেষে চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

চলতি বছরের ফেব্রুয়ারিতে বেইজিং সফরে যাওয়ার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘নজরদারি বেলুন’ ইস্যুতে তার সফর বাতিল হয়।

অবশেষে তিনি চীন সফর যাচ্ছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত পাঁচ বছরের মধ্যে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে  অ্যান্টনি ব্লিঙ্কেন প্রথমবার চীন সফরে যাচ্ছেন। এই সফরে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি স্থগিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তিনি। আগামী ১৮ জুন সফরে যাওয়ার কথা রয়েছে তার। 

প্রতিবেদেন অনুসারে, গত বৃহস্পতিবার কিউবার সঙ্গে চীনের গোপন চুক্তির খবর বের হয়েছে। ওই চুক্তির পর আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের পরিকল্পনার খবর সামনে এলো।

বাইডেন প্রশাসনের ধারণা, কিউবায় প্রযুক্তি স্থাপন করে ওয়াশিংটনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির পরিকল্পনা করছে বেইজিং। যদিও শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ‘গুজব ছড়াচ্ছে’।

ব্লিঙ্কেনের সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দুই দেশ।

চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী। যৌথভাবে দেশ দুটি সমঝোতায় পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেছেন দূতাবাসের কর্মকর্তারা। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর