শিরোনাম
১৫ জুন, ২০২৩ ০৯:১৮

মার্কিন ডলারের মান চার সপ্তাহের মধ্যে সর্বনিম্নে

অনলাইন ডেস্ক

মার্কিন ডলারের মান চার সপ্তাহের মধ্যে সর্বনিম্নে

প্রতীকী ছবি

আরও কমল মার্কিন ডলারের মান। বুধবার যুক্তরাষ্ট্রের মুদ্রার মান শূন্য দশমিক ৩ শতাংশ কমে যায়, যা বিগত ৪ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সুদের হার অপরিবর্তিত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে মার্কিন মুদ্রার অবনমন ঘটেছে। কার্যদিবস শেষে ডলার সূচক শূন্য দশমিক ৩ শতাংশ নিম্নমুখী হয়ে ১০৩.০১ এ দাঁড়িয়েছে। এর আগে এটি ১০২ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছিল।

এতে ইউরোর মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ দশমিক ০৮২৭ ডলারে।

জাপানি মুদ্রার বিপরীতেও দর হারিয়েছে গ্রিনব্যাক। যে হার শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি ডলারের মূল্য নিষ্পত্তি হয়েছে ১৩৯ দশমিক ৯০৫ ইয়েনে।

স্টার্লিংয়ের শক্তি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দর দাঁড়িয়েছে ১ দশমিক ২৬৬০ ডলারে। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর