৩ জুলাই, ২০২৩ ১০:২১

কোরআনের পবিত্রতা রক্ষায় পশ্চিমা দেশগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক

কোরআনের পবিত্রতা রক্ষায় পশ্চিমা দেশগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ কোরআনের পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে ৫৭টি মুসলিম দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

রবিবার সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় জরুরি বৈঠকে বসেছিল ওআইসি। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জোটের সেক্রেটারি জেনারেল হিসেইন ব্রাহিম বলেন, ‘পশ্চিমের দেশগুলোতে ছড়িয়ে পড়তে থাকা ইসলামভীতি ও ধর্মীয় ঘৃণা এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের দাবি— কোরআনের পবিত্রতা রক্ষায় পশ্চিমের দেশগুলো প্রয়োজনীয় আইন প্রণয়ন করুক।’

ঈদুল আজহার ছুটির প্রথম দিন বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এক ব্যক্তি কোরআনের একটি কপি পোড়ান। এ ঘটনায় ব্যাক ক্ষোভ সৃষ্টি হয়েছে মুসলিম বিশ্বে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্সের (ন্যাটো) সদস্যপদ চাইছে সুইডেন; কিন্তু ন্যাটোর একমাত্র মুসলিম সদস্যরাষ্ট্র তুরস্কের আপত্তির কারণে তা আটকে রয়েছে। এই ইস্যুতে বুধবার স্টকহোমে তুরস্কের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল সুইডেনের একটি ডানপন্থী দল। মিছিল কেন্দ্রীয় মসজিদের কাছে আসার পর সেখানে এক ব্যক্তি কোরআনের একটি কপিতে অগ্নিসংযোগ করেন।

এই ঘটনার জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মুসলিম দেশ। ঈদের দিন ইরাকের রাজধানী বাগদাদের সুইডিশ দূতাবাসের সামনে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। ন্যাটোর প্রধান সদস্য যুক্তরাষ্ট্রও এই ঘটনার নিন্দা জানিয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর