শিরোনাম
১১ জুলাই, ২০২৩ ১৬:০১
খালিজ টাইমসের প্রতিবেদন

যাদের জন্য চার আসনের বিশেষ বিমান চালু করল আমিরাত

অনলাইন ডেস্ক

যাদের জন্য চার আসনের বিশেষ বিমান চালু করল আমিরাত

বিশেষ সুযোগ সুবিধা নিয়ে আঞ্চলিক বাণিজ্যিক ফ্লাইট সেবা চালু করেছে সংযুক্ত আমিরাত। এতে গ্রাহকদের জন্য থাকবে ব্যক্তিগত সুরক্ষা, আরামদায়ক ভ্রমণ নিশ্চয়তাসহ নানা সুযোগ সুবিধা। দুবাইর আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ফ্লাইট সুবিধা নেওয়া যাবে।

দুই ইঞ্জিনের এই বিমানে গ্রাহকরা জিসিসিভুক্ত যেকোনো দেশে ভ্রমণ করতে পারবেন। দ্রুত সময়ে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান ও আমিরাতের বিভিন্ন রুটে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই শুরু হয়েছে এই বিমান সেবা। 

এই বিমানে চারটি আসন রয়েছে। ভ্রমণকারীরা স্বল্প সময়ের এই ফ্লাইটে সর্বোচ্চ ১৫ কেজি ওজনের মালামাল পরিবহন করতে পারবেন। নিতে পারবেন একটি হাত ব্যাগও। আর বিশেষ কোনো আবদার থাকলে বিমান কর্তৃপক্ষকে আগে জানালে সে ব্যবস্থাও করা হবে। 

ভ্রমণকারীরাদের ব্যক্তিগত গোপনীয়তা ও সর্বোচ্চ মাত্রার সহজসরল সেবাই এই বিশেষ ফ্লাইটের মূল আকর্ষণ। ইমিগ্রেশনেও এই বিমানের যাত্রীরা অন্য মাত্রার সুবিধা পাবেন। তাদের জন্য প্রাইভেট টার্মিনালের ব্যবস্থাও থাকবে। তারা প্রাইভেট টার্মিনালের লাউঞ্জেও প্রবেশ করতে পারবেন। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর