১১ জুলাই, ২০২৩ ১৮:৫৬

ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দেবে ফ্রান্স

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দেবে ফ্রান্স

রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দেবে ফ্রান্স। মঙ্গলবার এ কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেছেন, প্যারিস কিয়েভকে স্কাল্প ক্ষেপণাস্ত্র দেবে। যে ধরনের ক্ষেপণাস্ত্র এরইমধ্যে যুক্তরাজ্য স্টর্ম শ্যাডো নামে ইউক্রেনকে সরবরাহ করেছে। 

রাশিয়ার দখলদার সেনাদের ওপর আরো তীব্রভাবে ইউক্রেন যেনো আক্রমণ চালাতে পারে সেজন্যই দেশটিকে এই ক্ষেপণাস্ত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ম্যাক্রোঁ। 

এই ধরনের ক্ষেপণাস্ত্র অ্যাঙ্গো-ফ্রান্স অস্ত্র হিসেবে পরিচিত। এটি ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 

কবে নাগাদ কী পরিমাণ অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ম্যাক্রোঁ। তবে জানা গেছে কয়েকশ’ ক্ষেপণাস্ত্র কিয়েভকে দিতে পারে ফ্রান্স।

 

সূত্র: এএফপি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর