১৭ জুলাই, ২০২৩ ১৮:১০

শস্য চুক্তি অব্যাহত রাখতে চান পুতিন: এরদোয়ান

অনলাইন ডেস্ক

শস্য চুক্তি অব্যাহত রাখতে চান পুতিন: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, ‘তার বন্ধু’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান শস্য চুক্তি অব্যাহত রাখতে। যদিও ক্রেমলিন জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া শস্য চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। 

তবে সৌদি আরব সফরে যাওয়ার আগে ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন। 

এরদোয়ান বলেছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলবেন। এছাড়া সৌদি থেকে ফিরে এরদোয়ান নিজেও পুতিনকে ফোন দেবেন বলে জানিয়েছেন।

এরদোয়ানের আশা কোনো রকম ব্যাঘাত ছাড়াই এই চুক্তি অব্যাহত থাকবে। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর