২২ জুলাই, ২০২৩ ০৭:০৩

বার্লিনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহ, অভিযানে পুলিশ

অনলাইন ডেস্ক

বার্লিনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহ, অভিযানে পুলিশ

সংগৃহীত ছবি

জার্মানির রাজধানী বার্লিনের রাস্তায় পালিয়ে যাওয়া একটি সিংহকে খুঁজে পেতে দিনরাত এক করে ফেলেছে বার্লিন পুলিশ।

মানুষখেকো হিংস্র ওই সিংহটি ক্ষতি করতে পারে এই আশঙ্কায় সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। সিংহটিকে অনেকেই রাস্তায় হাঁটতে দেখেছেন। 

গত বুধবার রাত থেকে বার্লিনের দক্ষিণ-পূর্ব দিকের ব্র্যান্ডনবার্গে সিংহ খোঁজার অভিযান শুরু হয়। সিংহটিকে খুঁজে বের করতে হেলিকপ্টারের সাহায্যও নেওয়া হয়েছে। কয়েকশত পুলিশ কর্মী সিংহটিকে খোঁজার কাজ চালাচ্ছেন। বর্তমানে ব্র্যান্ডনবার্গের পুরসভা এলাকা ক্লেইনমাচনো এবং স্টাহনসডর্ফে তল্লাশি অভিযান চলছে। সিংহ আতঙ্কের জেরে বার্লিনের দক্ষিণ অংশের এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 

অন্যদিকে, নাগরিক সুরক্ষা অফিস স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করেছে- তারা যেন পোষ্যদের ঘরের ভেতরে রাখেন। 

সিংহটি কোথা থেকে এসেছে বা পালিয়ে এসেছে কিনা? এমন প্রশ্নের জবাবে বার্লিন পুলিশের এক মুখপাত্র বলেন, ওই এলাকায় অনেকের বাড়িতে পোষা প্রাণী এবং সার্কাস রয়েছে। সেখান থেকে এটি পালিয়ে থাকতে পারে। তবে কেউ এ ধরনের কোনো রিপোর্ট করেননি।  


সূত্র : দ্যা গার্ডিয়ান।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর