২২ জুলাই, ২০২৩ ১২:৪২

উরুগুয়ের উপকূলে ভেসে এলো প্রায় দুই হাজার মৃত পেঙ্গুইন!

অনলাইন ডেস্ক

উরুগুয়ের উপকূলে ভেসে এলো প্রায় দুই হাজার মৃত পেঙ্গুইন!

গত ১০ দিনে পূর্ব উরুগুয়ের উপকূলে প্রায় ২০০০ পেঙ্গুইন মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত পেঙ্গুইনগুলো ম্যাগেলানিক পেঙ্গুইন এবং বেশির ভাগই শিশু। এরা আটলান্টিক মহাসাগরের মাঝে মারা যায় এবং স্রোতের সঙ্গে মৃতদেহগুলো উরুগুয়ের উপকূলে চলে আসে। দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণী বিভাগের প্রধান কারমেন লেইজাগোয়েন এই তথ্য দিয়েছেন।

কারমেন লেইজাগোয়েন আরো বলেন, ‘পেঙ্গুইনগুলোর মৃত্যু পানিতেই হয়েছে । এদের নব্বই শতাংশেরই শরীরে চর্বি ছিল না এবং পাকস্থলীতেও খাবার ছিল না।’ তিনি আরও জানান, মৃত পেঙ্গুইনগুলো থেকে সব নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। মৃত প্রাণীগুলোর মধ্যে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ রোগের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

প্রথমে ধারণা করা হয়েছিল, এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় পেঙ্গুইনগুলোর মৃত্যু হয়েছে। ফলে এই ঘটনা রহস্যের সৃষ্টি করেছে। 

ম্যাগেলানিক পেঙ্গুইন দক্ষিণ আর্জেন্টিনায় বাসা বাঁধে। দক্ষিণ গোলার্ধের শীতকালে, তারা খাদ্য এবং উষ্ণ পানির সন্ধানে উত্তরে চলে যায়।

এমনকি ব্রাজিলের এস্পিরিটো সান্টো রাজ্যের উপকূলেও চলে যায়। লেইজাগোয়েন বলেছেন, অজানা কারণে গত বছরও ব্রাজিলে একই ধরনের মৃত্যু ঘটেছিল পেঙ্গুইনগুলোর। কিছু পেঙ্গুইনের মারা যাওয়া স্বাভাবিক, কিন্তু এত সংখ্যকের মৃত্যু অস্বাভাবিক। 

উরুগুয়ের লেগুনা দে রোচা সংরক্ষিত এলাকার পরিচালক হেক্টর কায়মারিস সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, তিনি আটলান্টিক উপকূলের ছয় মাইলজুড়ে (১০ কিলোমিটার) ৫০০টিরও বেশি মৃত পেঙ্গুইন গণনা করেছেন। পরিবেশবাদীরা ম্যাগেলানিক পেঙ্গুইনের মৃত্যু বৃদ্ধির কারণ হিসেবে অতিরিক্ত মাছ ধরা এবং অবৈধভাবে মাছ ধরাকে দায়ী করেছেন।

সূত্র : আল আরাবিয়া, এএফপি

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর