২৪ জুলাই, ২০২৩ ১৬:৩৪

দাম বাড়ায় টমেটোর বদলে লেবু খাওয়ার পরামর্শ উত্তরপ্রদেশের মন্ত্রীর

অনলাইন ডেস্ক

দাম বাড়ায় টমেটোর বদলে লেবু খাওয়ার পরামর্শ উত্তরপ্রদেশের মন্ত্রীর

উত্তরপ্রদেশের মন্ত্রী প্রতিভা শুক্লা। ফাইল ছবি

গোটা ভারতে রকেট গতিতে বেড়ে গেছে টমেটোর দাম। টমেটোর কেজিপ্রতি দাম ছাড়িয়েছে সেঞ্চুরির অঙ্ক। টমেটোর দাম নিয়ে গোটা ভারতে তোলপাড়।

ক্রমাগত এই মূল্য বৃদ্ধি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে বিজেপি সরকার। এরই মাঝে উত্তরপ্রদেশের নারী কল্যাণ ও শিশু পুষ্টিবিষয়ক দফতরের মন্ত্রী প্রতিভা শুক্লা বলেছেন, ‘যদি টমেটো দামি মনে হয়, তাহলে মানুষের উচিত তা বাড়িতে উৎপাদন করা।’ এছাড়াও তার পরামর্শ, ‘টমেটোর দাম বৃদ্ধি পেলে তা খাওয়া বন্ধ করা উচিত।’

উত্তরপ্রদেশ সরকারের একটি বৃক্ষরোপণ উৎসবে যোগ দিয়ে সেরাজ্যের মন্ত্রী প্রতিভা শুক্লা এমন মন্তব্য করেন। সেখানে তিনি বহু গাছের চারা রোপণ করেন। প্রতিভা শুক্লা বলেন, ‘যদি টমেটোকে মনে হয় খুব দামি তাহলে তা বাড়িতে উৎপাদন করুন। যদি টমেটো খাওয়া বন্ধ করেন, তাহলে দাম স্বভাবতই কমে যাবে। আপনারা টমেটোর জায়গায় লেবু খেতে পারেন। কেউ টমেটো না খেলে তার দাম কমে যাবে।’

উত্তরপ্রদেশের আসহিগ্রামের উদাহরণ সকলের সামনে রেখে এদিন বক্তব্য দেন উত্তরপ্রদেশের এই মন্ত্রী। উত্তরপ্রদেশের মন্ত্রী বলেছেন, ‘এই মুদ্রাস্ফীতির একটি সমাধান রয়েছে।’ আর সেই কারণেই তিনি টমেটোর দাম কমাতে বাড়িতে টমেটো গাছ রোপণ করার পরামর্শ দিয়েছেন বলে জানান। যোগীগড়ের মন্ত্রী বলছেন, সারা বছরই দাম বেশি থাকে টমেটোর। ফলে সেই জায়গায় টক জাতীয় লেবু খাওয়ার পরামর্শ দিয়েছেন উত্তর প্রদেশের মন্ত্রী।

উত্তর প্রদেশের মন্ত্রী বলেছেন, ‘আমরা অসহি গ্রামে একটি নিউট্রিশিয়ান গার্ডেন তৈরি করেছি। গ্রামের নারীরা এই নিউট্রিশিয়ান গার্ডেন তৈরি করেছেন। এখানে টমেটো গাছ রোপণ করাই যায়। মুদ্রাস্ফীতির সমাধান হয়, আর এটা নতুন নয়। টমেটো সারাবছরই দামি। যদি টমেটো না খান, তাহলে লেবু খান। যা দামি তা ছেড়ে দিন। তাহলে তার দাম এমনিতেই কমে যাবে।’ 

এদিকে কেন্দ্র জানিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের ২২টির দিকে কড়া নজরদারি রেখেছে কেন্দ্র। সেই জিনিসের দাম কোনদিকে যাচ্ছে, সেদিকে রয়েছে নজর। আর এই ২২টি পণ্যের মধ্যে রয়েছে টমেটোও। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর