২৭ জুলাই, ২০২৩ ১৪:২৪

হিজাব ছাড়া খেলতে নামা সেই ইরানি নারীকে নাগরিকত্ব দিল স্পেন

অনলাইন ডেস্ক

হিজাব ছাড়া খেলতে নামা সেই ইরানি নারীকে নাগরিকত্ব দিল স্পেন

সারা খাদেম

হিজাব ছাড়াই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ায় এক নারী দাবাড়ুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ইরান। এবার সেই ইরানি খেলোয়াড়কে নাগরিকত্ব দিল ইউরোপের দেশ স্পেন।

স্পেনের সরকারি গেজেটে বলা হয়েছে, স্পেনের মন্ত্রিসভা মঙ্গলবার খাদেমের ঘটনাকে ‘বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে’ নাগরিকত্ব দেওয়ার অনুমোদন দিয়েছে।

ইরানের আইন অনুযায়ী, যেকোনও টুর্নামেন্টে অংশ নিতে নারী খেলোয়াড়দের হিজাব পরার বাধ্যবাধকতা রয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওই নারী খেলোয়াড়ের নাম সরসাদত খাদেমলশারিহ। তবে তিনি সারা খাদেম নামে বেশি পরিচিত এবং গ্রেফতারি পরোয়ানা জারির পর চলতি বছরের জানুয়ারিতে তিনি স্পেনে চলে যান।

গত বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে কাজাখস্তানের আলমাটিতে এফআইডিই ওয়ার্ল্ড র‌্যাপিড অ্যান্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ নামে একটি দাবা টুর্নামেন্টে হিজাব ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করেন সারা খাদেম।

২৬ বছর বয়সী সারা খাদেম গণমাধ্যমকে বলেছেন, তার দেশের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের সমর্থনে তিনি যে ভূমিকা রেখেছেন সেটির জন্য তার কোনও অনুশোচনা নেই।  সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর