৪ আগস্ট, ২০২৩ ১৬:২০

সাজা স্থগিত: আপাতত মুক্ত রাহুল গান্ধী, এমপি পদও ফেরত পেতে পারেন

অনলাইন ডেস্ক

সাজা স্থগিত: আপাতত মুক্ত রাহুল গান্ধী,  এমপি পদও ফেরত পেতে পারেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা ‌‘মানহানিকর’ মন্তব্যের জেরে আপাতত কারাগারে যেতে হচ্ছে না কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। দেশটির সুপ্রিম কোর্ট রাহুলকে দোষী করে দেওয়া সুরাট আদালতের সাজার রায় স্থগিত করেছে।

এই সিদ্ধান্তের ফলে রাহুল গান্ধীর হারানো সংসদ সদস্য পদ ফিরে পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। সাথে তার আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথও হয়েছে খোলাসা।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ সুরাট আদালতের রায়ের সমালোচনা করে বলেছে, ‘কেন রাহুল গান্ধীকে অপরাধমূলক মানহানির মামলার সর্বোচ্চ শাস্তি, দু’বছরের কারাদণ্ড দেওয়া হল, তার কোনো যুক্তিগ্রাহ্য কারণ সুরাট ম্যাজিস্ট্রেট আদালত দেখাতে পারেনি।’

‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী সাব্যস্ত করে রাহুলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল (২৩ মার্চ) সুরাট ম্যাজিস্ট্রেট আদালত। এরপর এই রায় স্থগিত চেয়ে রাহুলের আবেদনও (৭ জুলাই) খারিজ করে দিয়েছিল গুজরাট হাই কোর্ট। সেই সাজার রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে ১৭ জুলাই রাহুলের আইনজীবী শীর্ষ আদালতে আবেদন জানান। সেই আবেদন আমলে নিয়ে এই স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদী’র পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ গুজরাতের সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজা দিয়েছিলেন রাহুলকে।

এই রায়ের কারণে রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ কেড়ে নেওয়া হয়। তাকে ছাড়তে হয় সরকারি বাংলোও।

রায় স্থগিতের ফলে দ্রুত রাহুলের সংসদ সদস্য পদ ফিরিয়ে দেওয়া উচিত বলেই করেন লোকসভার সাবেক সেক্রেটারি জেনারেল পিডিটি আচার্য। তার মতে, চলমান পার্লামেন্টে অধিবেশনেই রাহুলকে ফেরার সুযোগ করে দিতে হবে। 

সূত্র: বিবিসি, এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর