৭ আগস্ট, ২০২৩ ১২:৫৫

ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় দেখল স্লোভেনিয়া

অনলাইন ডেস্ক

ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় দেখল স্লোভেনিয়া

সংগৃহীত ছবি

ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় দেখল মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। 

দেশটি সর্বকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় পতিত হয়েছে। ভারি বৃষ্টিপাতে তিনজন মারা গেছে ও প্রায় ৫৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

টানা বন্যায় সড়ক, জ্বালানি অবকাঠামোসহ শতাধিক ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারে হেলিকপ্টার, নৌযান ব্যবহার করছে জরুরি বিভাগের কর্মীরা। অনেক জায়গায় রাস্তা, সেতু ও শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। 

এরই মধ্যে স্লোভেনিয়ার সেনাবাহিনী ত্রাণ প্রচেষ্টায় যোগ দিয়েছে। জরুরি সাহায্য নিয়ে দেশটির বিচ্ছিন্ন উত্তরের এলাকায় তারা পৌঁছে গেছে। 

২০ লাখ জনসংখ্যার মধ্য ইউরোপের এ ছোট্ট আলপাইন দেশটিতে দুই-তৃতীয়াংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভাব্য বজ্রপাতে ক্রাঞ্জের কাছে দুই ডাচ পর্বতারোহী মারা যান ও কামনিক শহরে বন্যায় এক নারী মারা যান।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এ ক্ষয়ক্ষতিকে হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন। সূত্র: আল জাজিরা, রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর