শিরোনাম
১০ আগস্ট, ২০২৩ ১২:০০

আদানি গ্রুপে বিনিয়োগ করল কাতার

অনলাইন ডেস্ক

আদানি গ্রুপে বিনিয়োগ করল কাতার

গৌতম আদানি। ছবি: সংগৃহীত

ভারতের আলোচিত গৌতম আদানির মালিকানাধীন নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন কোম্পানি আদানি গ্রিনে ৪৭ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করল কাতারের সার্বভৌম বিনিয়োগ তহবিল। 

আদানি গ্রিনের ২ দশমিক ৭ শতাংশ অংশীদারত্ব কিনে নিয়েছে তারা। এটি আদানির বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে কাতারের কোনও তহবিলের দ্বিতীয় বিনিয়োগ।

২০২০ সালে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি আদানি ইলেকট্রিসিটিতে ৪৫ কোটি ডলার বিনিয়োগ করে। নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে এর আগেও বড় ধরনের বিনিয়োগ এসেছে। 

হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আদানি গ্রিন এনার্জির ৬ দশমিক ৩২ শতাংশ অংশীদারি কিনে নেয় অস্ট্রেলিয়ার জিকিউজি পার্টনার্স। কোম্পানিটির বাজার মূলধন দেড় লাখ কোটি রুপি। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে আদানি গ্রিনের মুনাফা বেড়েছে ৫১ শতাংশ। 

আদানি গ্রিনের নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮ দশমিক ৩ গিগাওয়াট। ২০৩০ সালের মধ্যে তারা ৪৫ গিগাওয়াট সক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। হিন্ডেনবার্গ প্রতিবেদনের পর আদানি গোষ্ঠীর শেয়ারের দরপতন ঘটে। বাজার মূলধন কমে যায় ১০০ কোটি ডলার। সম্প্রতি আদানি গোষ্ঠীর মালিকানাধীন আম্বুজা সিমেন্ট সঙ্ঘি ইন্ডাস্ট্রিজের অংশীদারি কিনে নিয়েছে। 

আদানি গোষ্ঠী সঙ্ঘি ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৫৬ দশমিক ৭৪ শতাংশ অংশীদারি কেনে। সেজন্য তাদের ব্যয় হয়েছে ৫ হাজার কোটি রুপি। শেয়ারবাজার থেকে সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা আরও ২৬ শতাংশ শেয়ার কেনার পরিকল্পনা আছে তাদের। তাতে আরও ৭৬৭ দশমিক ১৫ কোটি রুপি খরচ হতে পারে। এ কেনাবেচা সম্পন্ন হলে সব মিলিয়ে সঙ্ঘি ইন্ডাস্ট্রিজের ৮২ দশমিক ৭৪ শতাংশ শেয়ার অম্বুজা সিমেন্টসের হাতে থাকবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর