১০ আগস্ট, ২০২৩ ১৫:৪৭

হাওয়াই’র দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩৬, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক

হাওয়াই’র দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩৬, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে দ্রুত ধাবমান দাবানলে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

হ্যারিকেনের কারণে দ্রুত এই দাবানল ছড়িয়ে পড়ে। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকা পুরোপুরি পুড়ে গেছে। 

দাবানলের কারণে হাজার হাজার স্থানীয় বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্গতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 

হাওয়াইর গভর্নর জানিয়েছেন, ওই এলাকা মানুষের বসবাসের জন্য মোটেও নিরাপদ নয়। তিনি জানিয়েছেন, এরইমধ্যে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো লাহাইনা এলাকায় দাবানল পুরোদমে সক্রিম রয়েছে।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর