১৭ আগস্ট, ২০২৩ ০০:৫০

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণায় প্রার্থী

অনলাইন ডেস্ক

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণায় প্রার্থী

আন্দ্রেয়া গঞ্জালেজ

জীবনের নিরাপত্তার ভয়ে ২৪ ঘণ্ট বুলেটপ্রুফ জ্যাকেট পরতে হচ্ছে ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আন্দ্রেয়া গঞ্জালেজকে।

বিবিসির নিউজআওয়ার প্রোগ্রামে বুধবার এ কথা জানান তিনি।

গত ৯ আগস্ট ইকুয়েডরের নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও রাজধানী কুইটোতে একটি প্রচার সমাবেশ শেষে আততায়ী হামলায় নিহত হন।

এরপরই ভাইস  প্রেসিডেন্ট পদে লড়াই করার ঘোষণা দেন ৩৬ বছর বয়সি আন্দ্রেয়া। পেশায় তিনি একজন সাংবাদিক।

তিনি বলেন, ‘এই ঘটনা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। বন্ধুকে এভাবে হারানোটা আমার জন্য খুবই কষ্টদায়ক। আমি ২৪ ঘণ্টা বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকি।’

ফার্নান্দো ভিলাভিসেনসিও একজন সাংবাদিক ছিলেন এবং ইকুয়েডরের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের ১১ দিন আগে রাজধানীতে নির্বাচনী প্রচারণা সমাবেশ শেষে গাড়িতে উঠার সময় তিনি বন্দুকধারীর হামলায় নিহত হন।

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর