১৭ আগস্ট, ২০২৩ ১১:০২

মিয়ানমারে পাথর খনিতে ধস, নিহতের সংখ্যা বেড়ে ৩২

অনলাইন ডেস্ক

মিয়ানমারে পাথর খনিতে ধস, নিহতের সংখ্যা বেড়ে ৩২

সংগৃহীত ছবি

মিয়ানমারের একটি পাথর খনিতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। মিয়ানমারে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়েছে। এর জেরেই দেশটির উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে রবিবার ভূমিধসের ঘটনা ঘটে

মিয়ানমারের রাষ্ট্রচালিত গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, সেখানে একটি বালির পাহাড় ধসে পাশের একটি হ্রদের জল বেড়ে গেছে এবং এর ফলে খনির শ্রমিকরা আটকা পড়েছেন।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ধসে যাওয়া মাটির পাহাড়টির উচ্চতা ছিল প্রায় ১৫০ থেকে ১৮০ মিটার। তীব্র বৃষ্টিপাতের ফলে সেটি আলগা হয়ে গিয়ে ধসে পড়ে। উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে সবাই পুরুষ। তাদের সবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র- সিএনএন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর