১৭ আগস্ট, ২০২৩ ১৫:৫৭

চন্দ্রযান ছেড়ে চাঁদকে ছুঁতে ছুটল ভারতের ‘বিক্রম’

অনলাইন ডেস্ক

চন্দ্রযান ছেড়ে চাঁদকে ছুঁতে ছুটল ভারতের ‘বিক্রম’

চন্দ্রযান ছেড়ে চাঁদকে ছুঁতে ছুটল ভারতের ‘বিক্রম’

ভারতের চন্দ্রযান-৩ অভিযানের গুরুত্বপূর্ণ এক পর্বের সূচনা হলো। চাঁদের মাটিতে পা রাখতে চন্দ্রযান ৩ থেকে আলাদা হলো ল্যান্ডার বিক্রম। এই ল্যান্ডারের মধ্যেই রয়েছে রোভার ‘প্রজ্ঞান’। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ বিক্রম তার একক যাত্রা শুরু করেছে।

জানা গেছে, বক্স আকৃতির প্রপালশন মডিউলটিতে রয়েছে একটি অতিকায় সৌর প্যানেল ও একটি সিলিন্ডার। এর সঙ্গেই যুক্ত রয়েছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। এদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর প্রপালশন মডিউলটি কাজ করবে রিলে স্যাটেলাইট হিসেবে। বিক্রম এগিয়ে চলবে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করতে। আগামী ২৩ অগস্ট চাঁদের মাটিতে পা রাখার কথা বিক্রমের। সেটি চাঁদের মাটিতে নেমে পড়লে শুরু হবে প্রজ্ঞানের কাজ।

উল্লেখ্য, গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল চন্দ্রযান-৩। তারপর থেকে এখনও পর্যন্ত যাত্রার প্রতিটি ধাপ সে সফলভাবে পেরিয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর