২৪ আগস্ট, ২০২৩ ০৬:০৭

এ বছর অন্তত দুটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান

অনলাইন ডেস্ক

 এ বছর অন্তত দুটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, চলতি ফারসি বছরে তার দেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি অন্তত দুটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে।

আগামী ১৯ মার্চ চলতি ফারসি বছর শেষ হবে।গত মঙ্গলবার  এক অনুষ্ঠানে রেজা আশতিয়ানি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো কৃত্রিম উপগ্রহ এবং সিমোর্গের মতো উপগ্রহ বহনকারী রকেট তৈরির কাজ করছে।

তিনি বলেন, "আমরা স্যাটেলাইট উন্নয়ন এবং মহাকাশে উৎক্ষেপণের কাজে যুক্ত রয়েছি। চলতি বছর দুই থেকে তিনটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবো এবং আশা করি এক্ষেত্রে আমরা সফল হব।"

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক মহাকাশ কর্মসূচিতে বড় ধরনের উন্নয়ন ঘটিয়েছে। কৃত্রিম উপগ্রহ তৈরি এবং উৎক্ষেপণের দিক দিয়ে ইরান এখন বিশ্বে শীর্ষ দশটি দেশের অন্যতম। 

সূত্র : পার্সটুডে

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর