৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:০১

যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়া করতে যাচ্ছে আর্মেনিয়া, রাশিয়ার উদ্বেগ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়া করতে যাচ্ছে আর্মেনিয়া, রাশিয়ার উদ্বেগ

প্রতিবেশী আজারবাইজানের সেনা অবস্থানে সতর্ক নজর একজন আর্মেনীয় সেনার

আর্মেনিয়া আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে। রাশিয়া এটাকে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে। 

আর্মেনিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার বলেছে যে ১১-২০ সেপ্টেম্বর ঈগল পার্টনার ২০২৩ মহড়ার উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়ার জন্য  বাহিনীকে প্রস্তুত করা।

মার্কিন একজন সামরিক মুখপাত্র বলেছেন, ৮৫ আমেরিকান সৈন্য এবং ১৭৫ আর্মেনীয় সেনা মহড়ায় অংশ নেবেন। 

এই মুখপাত্র বলেন, আমেরিকানরা - কানসাস ন্যাশনাল গার্ডের সদস্যসহ তাদের আর্মেনিয়ার সাথে ২০ বছর বয়সী প্রশিক্ষণ অংশীদারিত্ব রয়েছে। মহড়ায় তারা রাইফেল দিয়ে সজ্জিত হবেন এবং ভারী অস্ত্র ব্যবহার করবে না।

এই বছরের শুরুতে, সোভিয়েত-পরবর্তী দেশগুলির রাশিয়ার নেতৃত্বাধীন জোট যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা (CSTO) দ্বারা আর্মেনিয়ায় সামরিক মহড়ার আয়োজন করতে চাইলে ইয়েরেভান তা অস্বীকার করেছিল।

এটাকে মস্কোর সাথে ইয়েরেভানের ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

আগামী সপ্তাহের অনুশীলন ছোট পরিসরে হওয়া সত্ত্বেও ক্রেমলিন বলেছে তারা  এটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর