১২ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০২

মরক্কো ভূমিকম্পে প্রাণহানি ২৯০০ জন ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক

মরক্কো ভূমিকম্পে প্রাণহানি ২৯০০ জন ছাড়িয়েছে

সংগৃহীত ছবি

ভয়াবহ ভূমিকম্পে উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় নিহতের সংখ্যা প্রায় ২ হাজার ৯০০ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যাও ছাড়িয়েছে আড়াই হাজার। 

শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় ও প্রাণঘাতী এই ভূমিকম্প গত শুক্রবার রাতে মরক্কোর মধ্যাঞ্চলে আঘাত হানে।

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে অ্যাটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত ১১.১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
রয়টার্স বলছে, ভূমিকম্পের আঘাতে টিনমেল গ্রামে প্রায় প্রতিটি ঘর ধূলিসাৎ হয়ে গেছে এবং গ্রামবাসীদের সবাই গৃহহীন হয়ে পড়েছেন। গ্রামের বিভিন্ন অংশে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অসংখ্য মৃত পশুর দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ১৯৬০ সালের পর গত শুক্রবারের এই ভূমিকম্প ছিল দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী। ওই বছর দেশটিতে শক্তিশালী এক ভূকম্পনে কমপক্ষে ১২ হাজার মানুষের প্রাণহানি ঘটে। সূত্র: স্কাই নিউজ

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর