১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৫৩

কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর ছেলেকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল মেক্সিকো

অনলাইন ডেস্ক

কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর ছেলেকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল মেক্সিকো

এবার মেক্সিকোর কুখ্যাত ‘মাদক সম্রাট’ এল চ্যাপো গুজমানের ছেলে ওভিডিও গুজমান-লোপেজকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে। 

আজ শনিবার বিবিসি এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওভিডিও ছাড়াও এল চ্যাপোর আরেক ছেলেকে মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে মার্কিন পুলিশ। বাবা এল চ্যাপোর প্রতিষ্ঠিত শক্তিশালী সিনালোয়া মাদকচক্রের সঙ্গে যুক্ত তারা।

ওভিডিওর বিরুদ্ধে একজন গায়ককে হত্যার নির্দেশের অভিযোগও রয়েছে। গত জানুয়ারিতে তাকে মেক্সিকোর সিনালোয়া রাজ্য থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ছিলেন ওভিডিও।

সম্প্রতি এল চ্যাপোর ৩৩ বছর বয়সী স্ত্রী এমা করোনেল যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে ২০২১ সালে মাদক পাচারের অভিযোগ আনা হয়। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর