১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:০৬

বাখমুতের গ্রাম দখল নিয়ে রুশ-ইউক্রেনের পাল্টাপাল্টি দাবি

অনলাইন ডেস্ক

বাখমুতের গ্রাম দখল নিয়ে রুশ-ইউক্রেনের পাল্টাপাল্টি দাবি

বিধ্বস্ত শহর বাখমুতের একটি এলাকা

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, বাখমুতের কাছে আন্দ্রিভকা গ্রাম তারা রুশ সেনাদের কাছ থেকে মুক্ত করেছেন। কিন্তু রাশিয়া বলেছে যে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের বিধ্বস্ত শহর বাখমুতের নিকটবর্তী গ্রামগুলোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

আল জাজিরার খবর অনুসারে, রাশিয়া শনিবার ইউক্রেনের- রুশ বাহিনীকে আন্দ্রিভকা থেকে বের করে দেওয়া হয়েছে এমন দাবি প্রত্যাখ্যান করে। 
এর আগে ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার আন্দ্রিভকার নিয়ন্ত্রণ নেওয়ার একটি ভিডিও পোস্ট করেন। 

ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের সৈন্যরা ধ্বংসপ্রাপ্ত ভূমি দিয়ে অগ্রসর হচ্ছে এবং জায়গাগুলোতে পুড়ে যাওয়া গাছের অবশিষ্টাংশ রয়েছে। আরেকটি ভিডিওতে নির্জন রাস্তায় দ্রুত গতিতে ট্রাক চলতে দেখা গেছে।

আন্দ্রিভকা দোনেৎস্ক অঞ্চলের বাখমুত থেকে প্রায় ১৪ কিলোমিটার (৯ মাইল) দক্ষিণে অবস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাত্যহিক বুলেটিনে বলেছে, ‘শত্রু বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। আন্দ্রিভকা এবং ক্লিশচিভকা এলাকায় রাশিয়ান সৈন্যদের উৎখাত করার নিরর্থক চেষ্টা করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর