২১ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২০

ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার খুব কাছে সৌদি: যুবরাজ

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার খুব কাছে সৌদি: যুবরাজ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার অনেকটাই কাছে তার দেশ। পারস্য উপসাগরীয় অঞ্চলের অনেক দেশই সৌদির পথেই হাঁটছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‌‘প্রত্যেক দিন আমরা আরো কাছে যাচ্ছি।’ 

এসময় ফিলিস্তিন সংকট সমাধানের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন সৌদি যুবরাজ। তিনি জানিয়েছেন, তারা দেখেশুনেই আগাচ্ছেন এবং তাদের এই যাত্রা সফল হলে ফিলিস্তিনিদের জীবন আরো সহজ হয়ে আসবে। 

এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আসবে বলেও মনে করেন সৌদি যুবরাজ। 

ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে অনেকদিন ধরেই সৌদি আরবকে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সাক্ষাৎকারে ইরানসহ নানা বিষয়ে কথা বলেছেন সৌদি যুবরাজ।

 

সূত্র: আল জাজিরা

 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর