১১ অক্টোবর, ২০২৩ ২১:২৪

তেল আবিবের কাছে গিয়ে লন্ডনে ফিরে গেল ব্রিটিশ বিমান

অনলাইন ডেস্ক

তেল আবিবের কাছে গিয়ে লন্ডনে ফিরে গেল ব্রিটিশ বিমান

ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান

লন্ডন থেকে তেল আবিবগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট তেল আবিবে পৌঁছানোর পর ব্রিটেনে ফিরিয়ে আনা হয়েছে।

এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে তারা বিমানটি হিথ্রোতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

বিবিসির খবরে বলা হয়েছে, বিমানটির গতিপথ পরিবর্তনের পর ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করে, তেল আবিবের কাছে রকেট ছোড়া হয়েছে। যদিও রকেটটি বিমানবন্দরের কাছাকাছি পড়েনি। অন্য কোনও বিমানের গতিপথ পরিবর্তন করা হয়নি বলেও জানানো হয়েছে।

শনিবার হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স তেল আবিবে ফ্লাইট স্থগিত করেছে। সোমবার ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কিছু ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর