১৬ অক্টোবর, ২০২৩ ১২:২৩

ইসরায়েল-গাজা যুদ্ধে আরব রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে যা বললেন ব্লিঙ্কেন

অনলাইন ডেস্ক

ইসরায়েল-গাজা যুদ্ধে আরব রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে যা বললেন ব্লিঙ্কেন

মধ্যপ্রাচ্য সফর শেষে গণমাধ্যমে কথা বলেন অ্যান্টনি ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ যেন আঞ্চলিকভাবে ছড়িয়ে না পড়ে, আরব দেশগুলোর সঙ্গে  তা নিশ্চিত করার ব্যাপারে তার কথা হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে গাজায় টানা বিমান হামলা চালানো হচ্ছে।

এ পরিস্থিতিকে গত বৃহস্পতিবার অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলে পৌঁছান। ইসরায়েল থেকে ব্লিঙ্কেন পরে কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মিসর সফর করেন।  সোমবার আবারও ইসরায়েলে যাচ্ছেন।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত হতে পারে বলে আন্তর্জাতিক সম্প্রদায় আশঙ্কা প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরআবদুল্লাহিয়ান এমন আশঙ্কা প্রকাশ করে বলেন, অঞ্চলের সব পক্ষ বন্দুকের ট্রিগারে হাত দিয়ে রেখেছে।

কায়রো ছাড়ার আগে ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, আমি যে দেশগুলোয় গিয়েছি, তারা সবাই একটি ব্যাপারে সংকল্পবদ্ধ যে সংঘাত যেন ছড়াতে না পারে। এমন কিছু যেন না ঘটে, তা নিশ্চিত করতে তারা তাদের নিজস্ব প্রভাব, নিজস্ব সম্পর্কগুলোর ব্যবহার করছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর